র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা এর নেতৃত্বে স্পেশাল কোম্পানীর একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার কোনাবাড়ী গ্রামে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৬২০(ছয়শত বিশ) পিচ ইয়াবাসহ ২ জন র্শীষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এসময় তাহাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ১ টি মোবাইল জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী কোনাবাড়ী মধ্যপাড়া গ্রামের মোঃ ছানোয়ার মিয়ার স্ত্রী সুলতানা বেগম, সিরাজগঞ্জ জেলার উভয় থানা-কামারখন্দার বানিয়াগাঁতী গ্রামের আবু সাঈদের ছেলে মোঃ সুজন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানায় হস্তান্তর করা হয়েছে।
আয়েশা আক্তার/অননিউজ24