র্যাব-১২ এর এ্যাডজুটেন্ট ও অপ্স অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমানের এর নেতৃত্বে সদর কোম্পানীর একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১ কেজি, ৯০০(নয়শত) গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
এ সময় তাদের নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোন এবং নগদ ১০০০/- টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামী শরিয়তপুর জেলার নড়িয়া থানার ফতেজংগো গ্রামের আলী আহম্মেদ শেখের ছেলে জাকির হোসেন, সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানার শাহাজাদপুর পৌরসভা প্রাননাথপুর গ্রামের বিশা শেখের ছেলে আনোয়ার হোসেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ তাহাদেরকে সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আয়েশা আক্তার/অননিউজ24