সিরাজগঞ্জে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের উদ্যােগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) দিনব্যাপী মাসিক সমন্বয় সভা শেষে সন্ধ্যায় ফজলুর হক রোডস্থ সিরাজগঞ্জ এলএসডি গ্রেড ১ কার্যালয়ে এই ইফতার মাহফিল আয়োজন করা হয়।
ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুর রহমান খান,কামারখন্দ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে. এম. মামুনুর রহমান, উল্লাপাড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, এস. এম. শফিকুল ইসলাম তালুকদার,শাহজাদপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ জহুরুল ইসলাম, তাড়াশ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ ইয়াছিন আলী,সিরাজগঞ্জ সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ আনোয়ার হোসেন,বেলকুচি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাহাদ ইবনে সালাম, রায়গঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ নিয়ামূল হক, কাজিপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুস ছোবাহান, উপ খাদ্য পরিদর্শক গোপাল চন্দ্র শীল সহ জেলা খাদ্য নিয়ন্ত্রকের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা মুসলীম উম্মাহর শান্তি ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24।।