সিরাজগঞ্জের অসচ্ছল জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে আজ শনিবার সকালে দুই জন অসচ্ছল ব্যক্তির কাছে দুটি রিক্সা ভ্যান বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে রিক্সা ও ভ্যান তুলে দেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সচিবের সহধর্মিণী তৌফিকা আহমেদ।সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেন, বর্তমান জনবান্ধব সরকারের জনবান্ধব প্রশাসন সব সময় পিছিয়ে পড়া অস্বচ্ছল মানুষের পাশে দাড়িয়ে স্বচ্ছল হওয়ার পথ দেখায়। সিরাজগঞ্জ জেলা প্রশাসন পর্যায়ক্রমে রিকশা-ভ্যান অনুদান প্রদান সহ নানা সহযোগিতার মাধ্যমে প্রশংসনীয় ভূমিকা পালন করে যাচ্ছে ।
সিরাজগঞ্জ পৌর শহরের হোসেনপুর এলাকার আবুল হোসেন খন্দকার এর ছেলে শাহজাহান খন্দকার ও সিরাজগঞ্জ এনায়েতপুর উপজেলার সোনাউল্লাহ শেখের ছেলে আবদুল হামিদ রিক্সা ভ্যান পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপ- পরিচালক মোহাম্মদ তোফাজ্জল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিট্রেট লুৎফর নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানা , প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ
উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com