র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মিঃ জন রানা এর নেতৃত্বে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার মাধাই নগর গ্রামের অসামী শ্রীমতি বালিকা সিংহ এর বসত বাড়ীতে এক মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮ লিটার দেশীয় তৈরী চোলাই মদ সহ ০১ জন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামী সিরাজগঞ্জর জেলার তাড়াশ থানার মাধাই নগর সিংহপাড়া গ্রামের মৃত বিরেন সিংহের স্ত্রী শ্রীমতি বালিকা সিংহ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ২৪(ক) ধারায় মামলা দায়ের কৃত উদ্ধারকৃত আলামতসহ তাহাকে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।
আয়েশা আক্তার/অননিউজ24