সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক সড়ক দূর্ঘটনায় এক নারী এনজিও কর্মীসহ দুজন নিহত হয়েছেন। শনিবার (২৯ জানুয়ারি) সকালে হাটিকুমরুল বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার দত্তকুশা এলাকায় ও সকালে হাটিকুমরুল-নাটোর মহাসড়কে থানার নাইমুড়ি রুয়াপাড়া এলাকায় এসব দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার গাড়ীশাপাড়া গ্রামের মজিবর রহমানেরে মেয়ে মাহমুদা আক্তার মিশু (২৫) সে এনডিপি এনজিওর ঘুড়কা শাখায় কর্মরত ছিল। ও রায়গঞ্জ উপজেলার ধামাইনগর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মকবুল হোসেন (৫০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, সকালে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে দত্তকুশা এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ীচাপায় ঘটনাস্থলেই মারা যান মাহমুদা আক্তার মিশু।
অপরদিকে হাটিকুমরুল-নাটোর মহাসড়কের নাঈমুড়ী রুয়াপাড়া এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে কেবিনে থাকা মকবুল হোসেন নামে এক ব্যক্তির গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করলে হাসপাতালে সে মারা যায়।
ওসি লুৎফর রহমান আরো জানান ,নিহত এনজিও কর্মীর মাহমুদা আক্তার মিশুর মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক চালকের সহকারী মকবুল হোসেনে মরদেহ হাসপাল মর্গে রয়েছে। দূর্ঘটনা কবলিত ট্রাক থানা হেফাজতে রয়েছে।