সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিস কর্তৃক শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থীদের চলাচলে অক্ষম, ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। রোববার (১৪ আগস্ট) বেলা ১১ ঘটিকার সময় শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিস কর্তৃক ৫ জন প্রতিবন্ধি ছাত্র/ছাত্রীদের মাঝে এই হুইল চেয়ার বিতরণ করেন।
সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদ উপজেলার সকল স্কুলে স্কুলে ঘুরে প্রতিবন্ধি শিক্ষার্থীদের চিহিৃত করেন, যাদের হুইল চেয়ার প্রয়োজন, যারা চলাচলে অক্ষমদের খুঁজে পর্যায়ক্রমে সকলের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হবে জানিয়েছেন। এ পর্যন্ত ২০২২-২০২৩ অর্থ বছরে ৫ জন প্রতিবন্ধি ছাত্র-ছাত্রীদের মাঝে হুইলচেয়ার ১১ জনের মাঝে ঔষধ এবং ৮ জনের মাঝে চশমা বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানটি সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা অফিসার আপেল মাহমুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ ২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা সহ অভিভাবক বৃন্দ।