প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষনে বাংলাদেশ পলিটেকনিক টিচার্স ফেডারেশন (বিপিটিএফ) সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট শাখা “স্কিলস এ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্ট (ঝঞঊচ)” শীর্ষক সমাপ্ত প্রকল্প থেকে রাজস্ব খাতে প্রক্রিয়াধিন ৭৭৭ জন শিক্ষকের চাকরী রাজস্বখাতে দ্রুত স্থানান্তর ও ১৮ মাসের বকেয়া বেতন ভাতাদির দাবীতে মানববন্ধন করেছেন।
মঙ্গলবার (১৮ জানুয়ারী) সকালে সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট প্রাঙ্গনে সমাপ্ত স্টেপ প্রকল্প থেকে রাজস্ব খাতে প্রক্রিয়াধিন শিক্ষকবৃন্দের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তরা বলেন, জুলাই২০২০ তেকে ডিসেম্বর ২০২১ পর্যন্ত ১৮মাস যাবত ৭৭৭ জন শিক্ষক বেতনভাতাদি না পেয়ে পরিবার পরিজন নিয়ে চরম অর্থ কষ্টে মানবেতর জীবন যাপন করছে। ১৮মাস বেতন বন্ধ থাকায় আমাদের কয়েকজন সহকর্মী টাকার অভাবে বিনা চিকিৎসায় মারা গেছে। অনেক সহকর্মী মানসিক ও শারিরীক অসুস্থতা নিয়ে জীবন যাপন করছেন। সারা দেশের ৭৭৭ জন শিক্ষকের পরিবারের কথা বিবেচনা করে স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে আমাদের দীর্ঘদিনের অবর্ণনীয় দূর্ভোগের অবসানের জন্যে চাকরী রাজস্বখাতে দ্রুত স্থানান্তর ও ১৮ মাসের বকেয়া বেতন ভাতাদি প্রদানের জন্যে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন চলাকালে বাংলাদেশ পলিটেকনিক টিচার্স ফেডারেশন (বিপিটিএফ) সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট শাখার সভাপতি ইন্সট্রাক্টর মোঃ সানাউলাহ হক, সেক্রেটারী জুনিয়র ইন্সট্রাক্টর মোঃ রানা মৃধা, রুহুল আমিন,তানভির আহমেদ, মোঃ আতাউর রহমান, মোহাম্মদ আলী, জুনিয়র ইন্সট্রাক্টর শিরিন আক্তার, জুনিয়র ইন্সট্রাক্টর আতাউর রহমান উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে সিরাজগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট প্রাঙ্গনে শহীদ মিনার পাদদেশে অবস্থান কর্মসূচি পালন করেন।