সিরাজগঞ্জে পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদকসহ ৭ শীর্ষ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ সদস্যরা। তারা হলো, উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিড়া পুরাতন দক্ষিণপাড়া মহল্লার কাওছারুজ্জামান (৩৫), আক্তারুজ্জামান (৪০), বাঁখুয়া মহল্লার সাইফুল ইসলাম (৫৭), ঘোষগাতি মহল্লার সজল কর্মকার (২৭), কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পাটুয়াকান্দি গ্রামের ওসমান গনি (৩৮), আল আমিন (২৪) ও আসাদুল ইসলাম (২৫)।
র্যাব-১২’র কোম্পানী কমান্ডার মেজর এম. রিফাত-বিন-আসাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উল্লাপাড়া পৌর এলাকার আকবর আলী কলেজ এলাকায় অভিযান চালিয়ে কাওছারুজ্জামান, আক্তারুজ্জামান, সাইফুল ইসলাম ও সজল কর্মকারকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২ গ্রাম হেরোইন ও ১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এদিকে ওইদিন প্রায় মধ্যরাতে শাহজাদপুর উপজেলার তালগাছি বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫৮৪ পিস ইয়াবাসহ বাকিদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪ হাজার ৪৮০টাকা ও ৭টি মোবাইল জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।