সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া কেয়া হসপিটাল এ্যন্ড ডায়গনস্টিক সেন্টারে রবিবার রাতে অভিযান পরিচালনা করে একজন ভুয়া চিকিৎসককে হাতেনাতে গ্রেফতার করে র্যাব।
রোগী’র জীবন বিপন্নকারী কার্যক্রম ও সার্বিক বিষয় পর্যালোচনা করে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দেওয়ান মওদুদ আহম্মেদ, ডাঃ কে, এম আহসানুল হক, আবাসিক মেডিকেল অফিসার।
এবং র্যাব-১২ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান এর উপস্থিতিতে কেয়া হসপিটাল এ্ন্ড ডায়গনস্টিক সেন্টারের ভুয়া চিকিৎসক কয়ড়া চরপাড়া গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে খাইরুল ইসলামকে ২(দুই) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ভুয়া চিকিৎসক দ্বারা পরিচালনার অপরাধে কেয়া হসপিটাল এ্যন্ড ডায়গনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী শাহদাত হোসেন মাহবুবকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
আয়েশা আক্তার/অননিউজ24