সিরিজ নির্ধারণী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শুরুতেই চাপে পড়ে শ্রীলঙ্কা। তবে লঙ্কান অলরাউন্ডার জেনিথ লিয়ানগের সেঞ্চুরিতে লড়াকু পুঁজি পেয়েছে লঙ্কানরা। বাংলাদেশকে ২৩৬ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা। জিতলেই দেশের মাটিতে আরেকটি সিরিজ জয় হবে টাইগারদের।
সোমবার (১৮ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে লঙ্কানরা।
ব্যাট করতে নেমে তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ে দলীয় ১৫ রানের মাথায় দুই ওপেনারকে হারায় শ্রীলঙ্কা। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ৮ বলে ১ রান করা লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কাকে ফেরত পাঠান তাসকিন। ইনিংসের চতুর্থ ও নিজের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে দারুণ আউটসুইয়ে ব্হিাইন্ড দ্য উইকেটে আরেক ওপেনার আভিস্কা ফার্নান্দোকে মুশফিকুর রহিমের ক্যাচ বানান তাসকিন।
দুই উইকেট হারিয়ে চাপে পড়ে লঙ্কানরা। এরপর অধিনায়ক কুশল মেন্ডিস ও চারিথ আসালাঙ্কা মিলে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৭৪ রানে ৫১ বলে ২৯ রান করে ফিরে যান লঙ্কান অধিনায়ক।
কুশলের বিদায়ের পর ক্রিজে আসা জেনিথ লিয়ানগেকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন আসালাঙ্কা। ৪৩ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ১১৭ রানে ৪৬ বলে ৩৭ রান করে ফিরে যান আসালাঙ্কা।
এরপর দ্রুতই আরও জোড়া উইকেট তুলে নিয়ে ম্যাচে নিজেদের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। দুনিথ ওয়াল্লেগে ৮ বলে ১১ ও ওয়ানিন্দু হাসারাঙ্গা ৮ বলে ১১ রান করে আউট হন। তবে একপ্রান্ত আগলে ৬৫ বলে ফিফটি তুলে নেন লিয়ানগে। মাহি থিকশানাকে সঙ্গে নিয়ে ৬০ রানের জুটি গড়েন লিয়ানগে।
তবে দলীয় ২১৪ রানে ৪০ বলে ১৫ রান করে আউট হন থিকশানা। তবে আগ্রাসী ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন লিয়ানগে। ১০১ বলে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান এই লঙ্কান অলরাউন্ডার।
শেষ দিকে জোড়া উইকেট হারিয়ে পর্যন্ত ৫০ ওভারে ২৩৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।
বাংলাদেশের হয়ে ৪২ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন তাসকিন। ২টি করে উইকেট নেন মেহেদী ও মুস্তাফিজ।
এফআর/অননিউজ