২০০৫ সালে দেশব্যাপী একযোগে পাঁচ শতাধিক সিরিজ বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে লাকসাম উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। (বুধবার ১৭) আগস্ট সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম বাইপাসে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, কাউন্সিল মোঃ খলিলুর রহমান, শাহজাহান মজুমদার, গোলাম রাব্বানী, উপজেলা যুবলীগ সদস্য মোশাররফ হোসেন মজুমদার, মোঃ মনির হোসেন, মাহবুব মোর্শেদ ফারুক, মাসুদ পারভেজ রনি, আবদুল কাদের, নিমাই সাহা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি সালাউদ্দিন সানি, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, পৌরসভা ছাত্রলীগ সভাপতি সাইফ খাঁন স্বাধীন, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার পরাজিত শত্রুরা দেশকে অস্থিতিশীল, সাম্প্রদায়িক জঙ্গি রাষ্ট্র বানাতে বার বার আগষ্ট মাসকেই বেছে নিয়েছে। এই মাসেই স্ব-পরিবারে জাতির পিতাসহ তার পরিবার সদস্যদের হত্যা, গ্রেনেড হামলা, সারাদেশে সিরিজ বোমা হামলাসহ সকল জঙ্গী তৎপরতার উত্থান ঘটিয়েছে তারা। বর্তমান সরকার সেই সকল জঙ্গীদের বিচার করায় ধন্যবাদ জানিয়ে দলীয় নেতা কর্মীদের সজাগ থেকে দেশকে জঙ্গীমুক্ত করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।