ইসরায়েলের রকেট হামলায় সিরিয়ার পাঁচ নাগরিকের মৃত্যু হয়েছে। আহত অন্তত ১৫ জন। রোববার (১৯ ফেব্রুয়ারি) ভোরে দেশটির রাজধানী দামেস্কের একটি ঘনবসতিপূর্ণ এলাকায় এ হামলা চালানো হয়।
ভয়েস অব আমেরিকার প্রতিবেদনের তথ্যমতে, দামেস্কের বেশ কয়েকটি এলাকাকে লক্ষ্য করে এই হামলা চালায় ইসরায়েল। এতে সিরিয়ার পাঁচ নাগরিকের মৃত্যু এবং ১৫ জন আহত হন। হামলায় বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, ইসরায়েলের সামরিক মুখপাত্র এই হামলার বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন।
উল্লেখ্য, ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে শত শত বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এসব হামলার মূল লক্ষ্য ইরানি বাহিনী ও লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী। সিরিয়ায় ইরানের প্রভাব ও সামরিক উপস্থিতি নিয়ে ইসরায়েল বরাবরই উদ্বিগ্ন।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com