সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় একজন মার্কিন ঠিকাদার নিহত এবং তাদের পাঁচ সেনা ও এক ঠিকাদার আহত হয়েছে। বৃহস্পতিবার রাতে পেন্টাগন এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ‘সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে হাসাকাহের কাছে কোয়ালিশনের সামরিক ঘাঁটির একটি মেরামত কেন্দ্রে ড্রোন হামলায় একজন মার্কিন ঠিকাদার নিহত এবং তাদের পাঁচ সেনা ও আরো একজন ঠিকাদার আহত হয়েছে।’
বিবৃতিতে আরো বলা হয়, মার্কিন গোয়ন্দারা ড্রোনটিকে ইরানের বলে ধারণা করছে।
সূত্র: বাসস
ফরহাদ/অননিউজ