সিলেটে টিলাধসে ৩ জন মাটি চাপা, চলছে উদ্ধার কাজ
আনলাইন ডেস্ক।।
সিলেট মহানগরীর ইসলামপুর চামেলীবাগ আবাসিক এলাকায় টিলাধসে একটি বাসার ৩ জন আটকা পড়েছেন। সোমবার (১০ জুন) সকালে স্থানীয় ৩৫ ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও স্থানীয় কাউন্সিলের উপস্থিতিতে ফায়ার সার্ভিস, পুলিশ ও সিসিক কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
জানা যায়, সোমবার ভোর ৬টার দিকে টিলাধসের ঘটনাটি ঘটে। এই বাসায় ২টি পরিবার থাকতেন। ভূমি ধসে ঘরের নিচে দুই পরিবারের ৫ জন আটকা পড়েছিলেন। পুলিশ, ফায়ার সার্ভিসের সহায়তায় এক পরিবারের ২ জনকে মুটামুটি সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। অন্য পরিবারের ৩ জন এখনো আটকা আছেন। তাদের উদ্ধারে কাজ চলছে।
এবিষয়ে সিলেট সিটি করপোরেশনের ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম বলেন, সকাল ৬টার দিকে বিকট শব্দে টিলা ধসে। এখানে দুটি পরিবারের ৫জন মানুষ মাটিচাপা পড়ে। ইতোমধ্যে একটি পরিবারের ৩জনকে উদ্ধার করা হয়েছে। আরেকটি পরিবারের ৩জন আটকা পড়েছেন। তাদেরকে উদ্ধারে এলাকাবাসী, পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা তৎপরতা চলছে।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24