সিলেটে পাথর লুটে অভিযুক্ত বিএনপি নেতার সব পদ স্থগিত
অনলাইন ডেস্ক।।

চাঁদাবাজি, দখলবাজিসহ দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সব পদ স্থগিত করা হয়েছে।
তার স্থলে উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
সোমবার (১১ আগস্ট) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, আদালতের নিষেধাজ্ঞায় পাথর উত্তোলন বন্ধ থাকার পরও পটপরিবর্তনের সুযোগে শাহ ভোলাগঞ্জের আরেফিন টিলা ও রোপওয়ে বাংকার থেকে প্রভাবশালী ব্যক্তিরা পাথর উত্তোলন করছেন। এর নেপথ্যে নাম আসে পদ স্থগিত হওয়া এ নেতার।
স্থানীয়দের অভিযোগ, পরিবেশ অধিদপ্তর এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে পদ স্থগিত হওয়ার বিষয়টি তিনি জানেন না বলে জানান।
তিনি বলেন, আমি একটি প্রেস বিজ্ঞপ্তি দেখেছি। তবে সেখানে যে চাঁদাবাজি-দখলবাজির কথা বলা হয়েছে, তা ভিত্তিহীন। সিলেটের ধলাই নদীর দক্ষিণে যে বালু মহাল ইজারা দেওয়া হয়েছে, তারা ধলাই নদীর ব্রিজের নিচ থেকে বালু তুলছে। এতে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এটার বিরুদ্ধে আমি সোচ্চার ছিলাম। এর কারণেই আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি।
তিনি আরও বলেন, আমি কী চাঁদাবাজি করলাম আর দখলবাজি করলাম আমি নিজেই জানি না। যে কেউ যে কোনো কিছুই বলতে পারে, এখানে আমার বলার কিছু নেই।
সূত্রঃ jagonews24
আই/অননিউজ২৪।।