সিলেট মেট্রোপলিটন পুলিশের ৪ কর্মকর্তার পদে রদবদল করা হয়েছে।
২ উপ-পুলিশ কমিশনার কর্মকর্তা ও ২ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে।
শনিবার (১০ আগস্ট) সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার মো.জাকির হোসেন খান পিপিএম স্বাক্ষরিত পৃথক পত্রে তাদের রদবদলের আদেশ দেয়া হয়।
জানা যায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো.আজবাহার আলী শেখকে এসএমপির উপ-পুলিশ কমিশনার কার্যালয়ে বদলি ও উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহা.সোহেল রেজাকে উপ-পুলিশ কমিশনার (উত্তর) এর অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়।
এছাড়াও বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়াকে কোতোয়ালী মডেল থানায় বদলি ও কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিনকে এসএমপির পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24