সিলেট জেলা জাতীয় পার্টির সভাপতি মরহুম কুনু মিয়ার স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ নভেম্বর) সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা জাতীয় পার্টিও আহ্বায়ক আলহাজ্ব কুনু মিয়ার মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং অঙ্গ সংগঠনের সহযোগিতায় আয়োজিত স্মরণ সভায় অনুষ্ঠিত হয়।
উক্ত স্বরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধ মুজিবুল হক চুন্নু (এমপি)।
তিনি মরহুম আলহাজ্ব কুনু মিয়ার আদর্শিক রাজনীতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, তার চলে যাওয়া আমাদেরকে ব্যতিত করেছে। তিনি ছিলেন রাজনীতির এক বটবৃক্ষ কর্মীবান্ধব ব্যক্তিত্ব। তার অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে জাতীয় পার্টির প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি মরহুম আলহাজ্ব কুনু মিয়ার মাগফিরাত কামনা কওে শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
জাতীয় পার্টিও চেয়ারম্যান এর উপদেষ্টা ও আলহাজ্ব কুনু মিয়া স্মরণ সভা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. আব্দুল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে ও জাতীয় পার্টিও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক উসমান আলী চেয়ারম্যান এবং জাতীয় পার্টিও কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক নজরুল ইসলাম বাবুঔেধষরষ যৌথ পরিচালনায় স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টিও প্রেসিডিয়াম সদস্য এ.টি.ইউ তাজ রহমান, আলহাজ্ব মোহাম্মদ আতিকুর রহমান, জাতীয় পাটির চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, সাবেক এমপি মকসুদ ইবনে আজিজ লামা, জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান সাবেক এমপি মুনিম চৌধুরী বাবু, সাবেক এমপি ইয়াইইয়া চৌধুরী এহিয়া, আলহাজ্ব সাব্বির আহমদ।
স্মরণ সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টিও কেন্দ্রীয় কমিটির সদস্য মুজিবুর রহমান, সিলেট মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস শহিদ লস্কর বশির, জাপা নেতা হুমায়ুন কবির চৌধুরী, আলতাফুর রহমান আলতাফ, আলী হোসেন সরকার, আহমদ আলী, জাতীয় যুব সংহতি সিলেট জেলা শাখার আহ্বায়ক মর্তুজা আহমদ চৌধুরী, ওসমানী নগর জাতীয় পার্টির আহ্বায়ক সুফি মাহমুদ, গোয়াইনঘাট জাতীয় পার্টির আহ্বায়ক জামাল আহমদ, জৈন্তাপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব ইসমাঈল আলী আশিক, সিলেট সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আতিকুর রহমান আতিক, বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক জয়নাল আবেদীন, ফেঞ্চুগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়কক সাহেল রাজা চৌধুরী, মোগলাবাজার থানা জাতীয় পার্টির আহ্বায়ক শহিদ আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. শাহ আলম, জকিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, সিলেট মহানগর মহিলা পার্টির আহ্বায়ক রুনা বেগম, সিলেট জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক এম মুর্শেদ খান, সিলেট জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব মো. শাহান উদ্দিন নাজু, সিনিয়র সদস্য কয়েস আহমদ, জাতীয় ছাত্র সমাজ সিলেট জেলার আহ্বায়ক আফজাল হোসেন মান্না, মরহুম আলহাজ্ব কুনু মিয়ার ভাতিজা মুজিবুর রহমান প্রমুখ ।