সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফল ২০২৪ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। প্রাচীন সভ্যতার অনন্য নিদর্শন প্রত্নসম্পদে সমৃদ্ধ লাল মাটির সবুজ পাহাড়ে ঘেরা কুমিল্লার কোটবাড়ীর চৌধুরী স্টেট এলাকার সিসিএন ক্যাম্পাসে রোববার সকালে ওই ওরিয়েন্টেশন সম্পন্ন হয়। সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ডক্টর প্রকৌশলী মো: শাহ জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ডক্টর মো: তারিকুল ইসলাম চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের অবৈতনিক পরিচালক (প্রশাসন) ইফতেখারুল ইসলাম চৌধুরী সিয়াম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় এর একাডেমিক এডভাইজার ও রেজিস্টার অধ্যাপক মো: জামাল নাছের, লিবারেল আর্টস ফ্যাকাল্টির ডীন ড. আলী হোসেন চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির উপ-পরিচালক ও আইন বিভাগের চেয়ারম্যান সহকারি অধ্যাপক মোস্তাফিজুর রহমান। এসময় ইংরেজী বিভাগের চেয়ারম্যান মনির হোসেন সহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও কো অর্ডিনেটর, শিক্ষার্থী অভিভাবকেরা অনুভূতি ব্যক্ত করেন।
বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান অর্জনের বিশাল জায়গা। প্রতিটি মুহুর্তকে কাজে লাগাতে হবে। নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। পরিবর্তিত বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষমতা অর্জন করতে হবে। জানার আগ্রহ থাকতে হবে, প্রশ্ন করতে হবে। নিজেকে মানবিক, স্মার্ট ও শ্রেষ্ঠ নাগরিক হতে হবে। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের চরটি বছর যারা পরিশ্রম করে সঠিকভাবে কাজে লাগায় তারা সারা জীবন ভালো অবস্থানে থাকে। লক্ষ্য স্থির করে পড়ালেখা করতে হবে। পরিশ্রম করলে সফলতা আসবেই। আর সিসিএন বিশ্ববিদ্যালয়ের এক ঝাঁক তরুণ শিক্ষক শিক্ষার্থীদের জন্য সর্বদায় নিবেদিত আছেন। উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে বক্তারা বলেন, সন্তানের প্রতি খেয়াল রাখতে হবে। প্রতিদিন অন্তত দশ মিনিট তাদের সাথে আলোচনায় বসতে হবে। পড়ালেখা ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কথা বলেতে হবে।
ওরিন্টেশন অনুষ্ঠানে ফল সেমিস্টারের প্রায় তিনশ শিক্ষার্থী ও তাদের শতাধিক অভিভাবক অংশগ্রহণ করেন। তাদের পদচারণায় মুখরিত হয়ে উঠে পুরো ক্যাম্পাস আঙ্গিনা।