কুমিল্লা শহরে গরীব ও পথচারী রোজাদারদের মাঝে ইফতার বিলিয়ে ব্যতিক্রম ইফতার আয়োজন করেছেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
পত্ন সম্পদে সমৃদ্ধ লাল মাটির পাহার ঘেরা কোটবাড়ি এলাকার চৌধূরী এস্টেটে বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে খাবার রান্না করে প্যাকেট করে কুমিল্লা শহরের টমছমব্রিজ, লাকসাম রোড, কান্দিরপাড় এলাকায় প্রায় ১০০জন মানুষের মাঝে চিকেন বিরিয়ানি, খেজুরসহ খাবার প্যাকেট বিলানো হয়।
পরে নগরীর লাকসাম রোডের দেশপ্রিয় পার্টী সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান ড. মো: তারিকুল ইসলাম চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আলাউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এডভাইজর অধ্যাপক জামাল নাছের, লিবারেল আর্টস অনুষদের ডিন ড. আলী হোসেন চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সাংবাদিক মো: এমদাদুল হক সোহাগ, ইংরেজী বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মনির হোসেন, আইন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, ডিপার্টমেন্ট অব ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিকস ইঞ্জিনিয়ারিং এর কো অর্ডিনেটর মো: মেহেদী হাসান বাপ্পী প্রমুখ।
রোজার গুরুত্ব ও ফজিলতের উপর বক্তব্য শেষে দোয়া পরিচালনা করেন উপাচার্য অধ্যাপক ড. মো: আলাউদ্দিন। ইফতার মাহফিলে ইংরেজি বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী সহ অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ