মোঃ জাকির হোসেন,(মৌলভীবাজার)
বুধবার ২৫ মে তারিখে যুক্তরাজ্যের ভার্জিনিয়া ওয়াটারে The Spice Restaurant এ সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট এম সি কলেজের সাবেক জি এস তওহীদ ফিতরাত হোসেন ও পরিচালনা করেন বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সাবেক সদস্য জহিরুল ইসলাম জাবেল। সার্বিক ব্যবস্হাপনায় ছিলেন সাবেক ছাএনেতা ও সারে আওয়ামীলীগের অন্যতম সদস্য জি এম চৌধুরী রনি ও সার্বিক সহযোগীতায় ছিলেন সাবেক ছাএনেতা সারে আওয়ামীলীগের অন্যতম সদস্য নাঈম আহমেদ।প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক আবদুল আহাদ ছৌধুরী, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে মাসুক মিয়া মেয়র Guildford Borough Council, জামাল খান যুগ্ম সাধারণ সম্পাদক যুক্তরাজ্য যুবলীগ, নজরুল ইসলাম সাধারন সম্পাদক বঙ্গবন্ধু শিশু একাডেমী যুক্তরাজ্য,আবদুল ওয়াদুদ সদস্য সারে আঃলীগ,আসাদ মিয়া বিশিষ্ট ব্যবসায়ী প্রবীন মুরব্বী,এমরান ছৌধুরী সদস্য সারে আঃলীগ, ফখর উদ্দিন আহমদ সদস্য সারে আঃলীগ,এনায়েত খান সদস্য সারে আঃলীগ, সভার শুরুতে পবিএ কোরআন থেকে তেলাওয়াত করেন সারে আঃলীগ সদস্য নাঈম আহমেদ, বক্তব্য রাখেন সারে আঃলীগের অন্যতম সদস্য যথাক্রমে মিজানুর রহমান, সৈয়দ আখতার হোসেন বাবু,রাজিব আহমদ খান,নাঈম আহমদ , জি এম চৌধুরী রনি, পলাশ চৌধুরী, খালেদ চৌধুরী, জয়নাল আবেদীন,ফয়জুর রহমান আবুল, সুমন আহমদ,নাজিম আহমদ চৌধুরী জনসংযোগ বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য যুবলীগ, আবদুস শহীদ সাবেক সাধারন সম্পাদক হিথ্রো যুবলীগ, সৈয়দ ফখরুল আলম পাভেল সভাপতি হিথ্রো যুবলীগ, মুজিবুর রহমান রাসেল সাধারন সম্পাদক হিথ্রো যুবলীগ প্রমুখ. আরও উপস্তিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সুলতান পারভেজ ও মোঃ জিলাল উদ্দিন।সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ সহ সকল বক্তারা আনোয়ারুজ্জামান চৌধুরীর বিজয়ের পথ সুগম করার জন্য সকল কে নিজ নিজ অবস্থান কাজ করার জন্য আহ্বান জানান এবং বলেন জননেএী শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে হলে এর বিকল্প নেই
এসকেডি/অননিউজ