সিয়াম-পূজা জুটির 'শান'। করোনার কারণে ছবিটির মুক্তি আটকে ছিলো। অবশেষে জানা গেল, আগামী ৭ জানুয়ারি সারাদেশের প্রেক্ষাগৃহে আসতে চলেছে 'শান'।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) রাতে জাজ মাল্টিমিডিয়া ফেসবুকে সিনেমাটির প্রথম অফিশিয়াল পোস্টার প্রকাশ করে। একই সঙ্গে জানায়, আগামী বছরের ৭ জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।
প্রকাশিত পোস্টারে দেখা যায়, একদল শ্রমজীবী মানুষ দাঁড়িয়ে আছে। সামনে কাঁটাতার। তাদের শরীরে আঘাতের চিহ্ন। প্রত্যেকের চোখ লাল কাপড়ে বাঁধা। আকাশ থেকে ঝরছে বৃষ্টির কান্না।
বাস্তব ঘটনা অবলম্বনে গড়ে উঠেছে ‘শান’ সিনেমার কাহিনি। একজন পুলিশ অফিসারের জীবনের ঘটনা অবলম্বনে এর গল্প এগিয়েছে। যার ভূমিকায় দেখা যাবে সিয়ামকে।
এর চিত্রনাট্য রচনা করেছেন নাজিম উদ দৌলা। কাহিনি সাজিয়েছেন আজাদ খান। ছবিটি পরিচালনা করেছেন এম রাহিম।
সিয়াম-পূজা ছাড়া আরও অভিনয় করেছে তাসকিন, হাসান ইমাম, মিশা সওদাগর, নাদের চৌধুরী, চম্পা, অরুণা বিশ্বাস, ডন, আরমান পারভেজ মুরাদ প্রমুখ।