দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা পরিদর্শন ও সীমান্তের বিষয় নিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)এর সহিত বৈঠক করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর শিলিগুড়ির নর্থবেঙ্গল ফ্রন্টিয়ারের ফ্রন্টিয়ার কমান্ডার আইজি অজয় শিং।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে তিনি হিলি সীমান্তের চেকপোস্ট গেট এলাকায় আসলে বিজিবি দিনাজপুরের সেক্টর কমান্ডার কর্নেল গোলাম মহিদ্দিন খন্দকার ও জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় তারা একে অপরের সহিত কুশল বিনিময় করেন। পরে তারা সীমান্তের ভারত অভ্যন্তরে অস্থায়ী ক্যাম্পে এক বৈঠকে মিলিত হন।বৈঠকে ভারতের রায়গঞ্জ সেক্টরের সেক্টর কমান্ডার এসএ শ্রীবাস্তব, ভারতের হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ওসি শিপ্রা রায় উপস্থিত ছিলেন। বৈঠক শেষে দুবাহিনীর পক্ষ থেকে একে অপরকে ফুল, ক্রেস্ট, মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দেওয়া হয়। এসময় সেখানে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইয়াসিন আলীসহ বিজিবি ও বিএসএফের নারী ও পুরুষ সৈনিকগণ উপস্থিত ছিলেন।
বিজিবি দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল গোলাম মহিদ্দিন খন্দকার বলেন, ভারতীয় সীমান্ত রক্ষি বাহিনী বিএসএফের নর্থবেঙ্গল ফ্রন্টিয়ারের ফ্রন্টিয়ার কমান্ডার হিলি সীমান্তের চেকপোষ্ট এলাকা পরিদর্শনে এসেছিলেন। এসময় আমাদেরকে আমন্ত্রন জানানো হয়েছিল পরে আমরা তাদের সাথে বসেছি। সীমান্তের দুএকটি বিষয় নিয়ে কথা হয়েছে। বিশেষ করে সীমান্তের অবস্থা বর্তমানে খুব ভালো রয়েছে কোন বড় ধরনের ঝামেলা হচ্ছেনা সুন্দরভাবে কার্যক্রম চলায় সন্তোষ প্রকাশ করেছেন। সেই সাথে করোনা পরিস্থিতি অনেকটাই কমে আসছে এতে করে বিধিনিষেধ উঠে গেলে সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে নিয়মত আমরা যেমন তাদের সাথে বৈঠক করবো তেমনি তারাও আমাদের সাথে বৈঠক করবেন।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com