সীমান্তে মাদক পাচারের অভিযোগে বিজিবির ওপর ক্ষেপেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হালিমা খাতুন

আহসানুজ্জামান সোহেল।।

সীমান্তের মাদক কারবারি ও পাচারকারীদের বিরুদ্ধে জোড়ালো অবস্থান নিয়ে প্রশংসায় ভাসছেন বুড়িচংয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হালিমা খাতুন। স্থানীয় বাসিন্দারা মাদক পাচার ও অবৈধ অস্ত্র দেশের মধ্যে প্রবেশ নিয়ে বিজিবির বিরুদ্ধে উপজেলা নির্বাহীর নিকট অভিযোগ করলে তিনি (উপজেলা নির্বাহী কর্মকর্তা) এবং বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার জলিল এর সাথে কথোপকথনের সময় সীমান্তে মাদক পাচার নিয়ে তিনি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

বৃহস্পতিবার বুড়িচং সীমান্তের চড়ানল, নবীয়াবাদ, চড়ানল পূর্ব পাড়ার সুুশীল সমাজের উদ্যোগে “মাদক” বিষয়ক গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলার নির্বাহী কর্মকর্তা (জনাবা হালিমা খাতুন), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলার সহকারী ভূমি কমিশন (এসিল্যান্ড), বুড়িচং উপজেলার থানা ইনচার্জ মাকসুদ আলম, বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার জলিল, কুমিল্লা বারের সাবেক সাধারন সম্পাদক ও সভাপতি অ্যাডভোকেট আ হ ম তাইফুর আলম, ইন্জিনিয়ার আল- আমিন, সুয়েট প্রভাষক বেলাল হোসেন, প্রভাষক আব্দুল হাকিম, ওয়াদুদ সাবেক মেম্বার, (বাপাউ) কর্মকর্ত আবু নেছার দাগু, হুমায়ুন কবির মেম্বার, আব্দুল মতিন সরদার, সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়ন পরিষদের, চেয়ারম্যান মোঃ কাসেম মাষ্টার, টাইলস গার্ডেন প্রোপাইটর মোঃ রাশেদুল ইসলাম রাসেল, এডভোকেট শামীম খাঁন, দৌলত মাষ্টার, অবসর প্রাপ্ত সুবেদার কবির আহম্মেদ, আশরাফ উদ দৌলা বাবুল, সাজ্জাদ হোসেন মাষ্টার, মোঃ শামীম, ও অত্র এলাকার এলাকার সচেতন নাগরিকগণ।

আরো দেখুনঃ