সোনাগাজী, ফেনী প্রদিনিধি।।
সুইডেনে পবিত্র কোরআন পোড়ানোর প্রতিবাদে ওলামা মাশায়েখ, আইম্মা পরিষদ ও সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে বৃহস্পতিবার বিকালে ফেনীর সোনাগাজীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
উপজেলার বিভিন্ন মাদরাসা থেকে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে এসে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরোপয়েন্টে ( শূন্য রেখায়) প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
দারুল উলুম আল হোসাইনিয়া ওলামা বাজার মাদরাসার মুহতামিম শায়খুল হাদীস আল্লামা মাও. নূরুল ইসলাম আদীবের সভাপতিত্বে ও সোনাগাজী মডেল থানা জামে মসজিদের খতিব মুফতি মাও. নিজাম উদ্দিনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আল্লামা হাফেজ আবু সাঈদ, মাও. মোজাম্মেল হক, মুফতি আহসান উল্লাহ, মাও. নুরুল করীম,মাও. আবদুল হালীম মাও. এনামুল হক মুসা, মুফতি মাও. আবদুর রহমান ফরহাদ, মাও. ইসমাইল আল হাবীব, মাও. আবদুল কাইয়ুম, মাও. আহমাদুল হাসান মাসউদ, মাও. জসিম উদ্দিন, মাও. ফয়জুল্লাহ, মাও. নোমান, মাও. রহমত উল্লাহ, মাও. হোসাইন কারীমি, মাও. ওসমান, মাও. আজিম উদ্দিন, মাও. ওসমান ও মাও. সানা উল্যাহ পাটোয়ারী প্রমূখ।
এফআর/অননিউজ