সুনামগঞ্জ জেলার তিন উপজেলায় ভোট গ্রহণ চলছে

আনলাইন ডেস্ক।।

চতুর্থ ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জ জেলার সুনামগঞ্জ সদর,শান্তিগঞ্জ ও
মধ্যনগর উপজেলা উপজেলায় ভোট গ্রহণ চলছে। বুধবার (০৫ জুন)সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে।

এই তিন উপজেলার ১৬১ কেন্দ্রের ভোট গ্রহণ সামগ্রী মঙ্গলবার দুপুর থেকে দেওয়া শুরু হয়েছে। এরমধ্যে ৬৪টি দুর্গম কেন্দ্রের ভোট গ্রহণ সামগ্রী ও ব্যালট পেপার রাতে পৌঁছে গেছে কেন্দ্রে কেন্দ্রে। অন্য ৯৭টি সুগম কেন্দ্রে ভোট গ্রহণ সামগ্রীর মধ্যে কেবল ব্যালট পেপার ছাড়া অন্য সবকিছু রাতে পৌঁছে গেছে। কেবল ব্যালট পেপার আজ বুধবার ভোরে পৌঁছানো হবে।

নির্বাচনে ১৬১ জন প্রিজাইডিং, ১০৫৪ জন সহকারী ও ২১০৮ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন। এই তিন উপজেলায় ১৪ চেয়ারম্যান প্রার্থীসহ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান মিলে ৪২ প্রার্থী ভোটে লড়ছেন।
এদিকে নির্বাচনী অপরাধ সমূহের সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পন্নের লক্ষ্যে তিন উপজেলায় তিনজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়াও নির্বাচনী আচরণবিধি দেখাশোনার জন্য প্রতি ইউনিয়নে থাকবেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সহ জরুরি প্রয়োজনে মোবাইল টিম, স্ট্রাইকিং টিম ও স্ট্যান্ডবাই টিম সার্বক্ষণিক ভোট কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। যে কোন অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সাদা পোষাকে জেলা বিশেষ শাখার সদস্যগণ প্রতিটি কেন্দ্রের সাথে যোগাযোগ রক্ষা করবেন। এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিক নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে মাঠে থাকবেন।

প্রতিদ্বন্দ্বিতায় যারা রয়েছেন,সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক মো. খায়রুল হুদা চপল (মোটরসাইকেল), সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি মনিষ কান্তি দে মিন্টু (ঘোড়া), জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বী স্মরণ (আনারস)।
ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জাকির হোসেন শাহিন (চশমা), ফেদাউর রহমান (মাইক), মো. আজিজুল হক (উড়োজাহাজ), মো. আবুল হোসেন (তালা), মো. বাবলু মিয়া (টিউবওয়েল), শামীনুর রসিদ চৌধুরি (টিয়াপাখি)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিগার সুলতানা (বৈদ্যুতিক পাখা), ফেরদৌসী সিদ্দিকা (কলস), মোছা চম্পা বেগম (ফুটবল), সানজিদা নাসরিন দিনা (হাঁস)।

শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রার্থী সাদাত মান্নান অভি (আনারস), সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম (মোটরসাইকেল), শান্তিগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট বুরহান উদ্দিন দোলন (ঘোড়া)।

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোশাররফ হোসেন জাকির (মাইক), রুকনুজ্জামান রুকন (চশমা), মাও. জাহাঙ্গির খাঁন (টিউবওয়েল), আনোয়ার হোসেন (তালা)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুলন রানি তালুকদার (পদ্মফুল), মোছা. নাজমা বেগম (প্রজাপতি), মোছা. রফিকা মহির (ফুটবল), জেসমিন আক্তার (হাঁস), খাইরুন নেছা (কলস)।

মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. গিয়াস উদ্দিন তালুকদার (দোয়াত কলম), বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম (হেলিকপ্টার), উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীর বিজয় তালুকদার দেবল (আনারস), সহ-সভাপতি সজল কান্তি সরকার (ঘোড়া), মো. আব্দুর রাজ্জাক ভুঁইয়া (মোটরসাইকেল), বরুণ কান্তি দাস গুপ্ত (চিংড়ি মাছ), বংশীকুন্ডা দক্ষিণ ইউপির সাবেক চেয়ারম্যান মো. সাইদুর রহমান (কাপ পিরিচ), মধ্যনগর উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. আব্দুল আওয়াল মিছবাহ্ (শালিক)।

ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মধ্যনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার (টিউবওয়েল), আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মো. জসীম উদ্দীন চৌধুরি (বই), পঙ্কজ আরেং (মাইক), মো. এমদাদুল হক খোকা (তালা), মো. আনোয়ার হোসেন (উড়োজাহাজ), উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হজরত আলী (চশমা) ও দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি এনামুল হক (টিয়াপাখি)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মধ্যনগর উপজেলা যুব-মহিলা লীগের সভাপতি শান্তা চৌধুর (কলস) ও সমাজকর্মী হনুফা আক্তার (ফুটবল)।

সূত্রঃ বিডি24লাইভ
একে/অননিউজ24

আরো দেখুনঃ