কুমিল্লায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়ে বিএনপির কেন্দ্রীয় ত্রাণ পুনর্বাসন সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াসিন বলেছেন, নেতা যদি সৎ যোগ্য ও নিষ্ঠাবান না হয় তাহলে সমাজ ও রাষ্ট্রর প্রতিটি স্থানে পচন ধরবেই। অর্থাৎ দেশে দূর্নীতি ও অনিয়ম বেড়ে যাবে। সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করতে হলে যোগ্য সৎ নেতৃত্বের প্রয়োজন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই। সমাজ সচেতনতা এবং অন্যায়ের বিরুদ্ধে ও সমাজকে সঠিক পথে পরিচালিত করতে সাংবাদিকরা সঠিক সমালোচনা ও সত্যনির্ভর সংবাদ প্রকাশের মাধ্যমে ভূমিকা রাখতে পারে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সামবক্সি এলাকায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
হাজী ইয়াছিন আরো বলেন, আমি একজন সাধারণ রাজনৈতিক কর্মী। আমার ভুল থাকতে পারে, ভুল হতে পারে। রাজনীতিবিদরা ভুল করলে সাংবাদিকরাই প্রথমে কলম ধরে। গণতন্ত্র ও সুশাসনের জন্য সাংবাদিকরা যেমন ভূমিকা রাখতে পারে, তেমনি একটি সুন্দর সমাজ বিনির্মাণে সাংবাদিকরাও গঠনমূলক ভূমিকা রাখতে পারে।
মতবিনিময় অনুষ্ঠানে কুমিল্লায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।