কুমিল্লার দেবীদ্বারে সুবিধাবঞ্চিত নারীদের পশুপালনের মাধ্যমে স্বাবলম্বি করতে গরু ও ছাগল বিতরণ করেছে একটি বেসরকারী সংস্থা । শনিবার সকাল ১১টায় দেীবদ্বার পৌর এলাকার বারেরা গ্রামে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে দেশ ডেভেলপমেন্ট এসোসিয়েটস্ (ডিডিএ) ওই গরু-ছাগল বিতরণ করে।
বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক নির্বাহী পরিচালক ও ডিডিএ’র প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএইচ বজলুর রহমান মোল্লার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ^ ব্যাংকের কৃষি এবং অর্থনৈতিক উপদেষ্টা ড. ইফতেখার মোস্তফা।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ড. একেএম ফারুক, বিশিষ্ট শিল্পপতি এম গোলাম জাহাঙ্গীর স্বপন মোল্লা, জসীম উদ্দিন আহাম্মেদ, মনিরুল হক মোল্লা, শালঘর এবিএম গোলাম মোস্তফা ডিগ্রী কলেজ’র অধ্যক্ষ আব্দুল খালেক প্রমূখ।
শান্ত/অননিউজ