সুষ্ঠু ভোট আয়োজনের সক্ষমতা জানতে চেয়েছে ইইউ : ইসি

নির্বাচন কমিশন (ইসি) সুষ্ঠু ভোট আয়োজনে সক্ষম কি না জানতে চেয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল। একইসঙ্গে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি সম্পর্কেও জানতে চেয়েছে তারা।

মঙ্গলবার (১১ জুলাই) ইইউ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

তিনি বলেন, ইইউর প্রতিনিধি দলটি আমাদের কাছে আগামী নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছে। ভোটার সংখ্যা কতজন, নারী ও পুরুষ ভোটার কত, সিসিটিভি স্থাপন এবং পর্যবেক্ষক পাঠানোর বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। তারা যা যা জানতে চেয়েছেন আমরা তা জানিয়েছি। এ বিষয়ে পরবর্তীতে দুই পক্ষের টেকনিক্যাল টিমের সমন্বয়ে আরও একটি বৈঠক হবে।

অশোক কুমার দেবনাথ বলেন, ইইউর দলটি আগামী নির্বাচনে কতজন পর্যবেক্ষক পাঠাতে পারবে এবং আবেদনের সময়সীমা জানতে চেয়েছেন। আমরা বলেছি, যতজন ইচ্ছা পর্যবেক্ষক পাঠাতে পারেন। আর পর্যবেক্ষক পাঠানোর আবেদন সেপ্টেম্বরের মধ্যে করলে সুবিধা হয়।

তিনি আরও জানান, বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর ৯১১টা নির্বাচন আয়োজন করেছে। সেসব নির্বাচন নিয়ে ইইউর প্রতিনিধি দল সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ