ঝিনাইদহে সুস্বাস্থ্য ও স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বর্ণিল হাঁটা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেফ সুইমিং একাডেমী ও নবগঙ্গা ফিটনেস একাডেমীর যৌথ আয়োজনে শুক্রবার সকালে শহরের পুরাতন ধোপাঘাটা ব্রিজ এলাকা থেকে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। সেসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সেফ সুইংমিং একাডেমীর পরিচালক মাহফুজুর রহমান বিপ্লব, নবগঙ্গা ফিটনেস একাডেমীর পরিচালক কাজী আলী আহম্মেদ লিকুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়