নীলফামারীর ডোমারে সেচ কাজে ব্যবহৃত গভীর নলকূপের ঘর থেকে একটি অর্ধগলিতে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার বড়রাউতা মাঝাপাড়া এলাকায় এ মরদেহ উদ্ধার করা হয়।
জমিতে সার দিতে গিয়ে লালন নামে স্থানীয় এক কৃষক প্রথমে মরদেহের গন্ধ পায়। পরে আশেপাশের লোকজনদের ডেকে খোঁজাখুজি করলে সেচ পাম্প ঘরে মরিচের গাছ দিয়ে ঢাকা একটি মরদেহ দেখতে পায়। পরে তারা স্থানীয় চেয়ারম্যান ও পুলিশকে জানায়।
বিষয়টি নিশ্চিত করে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। মরদেহ শনাক্তে পুলিশের গোয়েন্দা তদন্ত বিভাগের বিশেষ ইউনিট কাজ করেছে। পরিচয় শনাক্ত হলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।