সেনাপ্রধানের সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো সমস্যা নেই: ইমরান খান

সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে সেনাপ্রধান তাঁর ক্ষমতায় ফেরার চেষ্টাকে বন্ধ করতে কাজ করছেন বলে জানিয়েছেন তিনি। সার্বিক পরিস্থিতি নিয়ে শনিবার আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেন ইমরান খান।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘তার (সেনাপ্রধান) সঙ্গে আমার কোনো সমস্যা নেই, তবে মনে হয় আমাকে নিয়ে তার কোনো সমস্যা আছে।’ ইমরান খান বলেন, ‘আমি সেনাপ্রধানকে ক্ষেপিয়ে তোলার মতো কিছু করিনি, তবে আমাকে নিয়ে তার এমন কোনো সমস্যা আছে. যা আমি জানি না।’ এর আগে, জামিনে মুক্তি পাওয়ার পর ইমরান খান তাঁকে গ্রেফতার করার আদেশ দেয়ার জন্য সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে দায়ী করেছিলেন।

গত ৯ মে ইমরান খানকে গ্রেফতার করার পর পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভে অন্তত আটজনের প্রাণহানি হয়। পরে গত ইসলামাবাদের হাইকোর্ট ইমরান খানকে জামিন দেন।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ