সেনাবাহিনী ও এর গোয়েন্দা সংস্থা খোলাখুলিভাবেই তার দলকে ধ্বংস করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। লাহোরে নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় এই অভিযোগ করেন তিনি।
ইমরান খান আশঙ্কা করছেন, তাকে সামরিক আদালতে বিচার করার পাশাপাশি জেলে ভরা হবে। তাকে গ্রেফতারের পর দেশজুড়ে সংঘটিত সহিংস প্রতিবাদের বিষয়টিকে ইমরান খান তাকে ঘায়েল করার একটি কৌশল হিসেবে দেখছেন। তার বিরুদ্ধে দায়ের করা প্রায় ১শ’ ৫০টি ফৌজদারি মামলা অযৌক্তিক বলে দাবি করেন তেহরিক ই ইনসাফ প্রধান।
তবে ইমরান খানের এসব অভিযোগের ব্যাপারে সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সেনাবাহিনীর সঙ্গে দ্বন্দ্বের বিষয়টি ইমরান খানের প্রধানমন্ত্রীত্ব ছাড়তে বাধ্য হওয়ার ঘটনা থেকেই ধীরে ধীরে প্রকাশ্যে আসতে শুরু করে। দীর্ঘ এক বছর ধরে যা নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল।
পাকিস্তানের ৭৫ বছরের ইতিহাসে ক্ষমতার পেছনে থেকে কলকাঠি নাড়ছে সেনাবাহিনী। স্বাধীনতার পর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সেনাবাহিনীই দেশটি পরিচালনা করে এসেছে। এজন্যই ইমরান খানকে গ্রেফতারের পর সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল হয়েছিল পাকিস্তানের জনগণ।
এফআর/অননিউজ