রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, "সেবার মানষিকতা নিয়ে জনগণের কাছে হাজির হতে হবে। এসময় সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে সাধারণ মানুষের ভালবাসা ও আস্থা অর্জন করতে হবে। শুধু রাজনীতি করলে হবে না, সাধারণ মানুষের সুখ দুখে পাশে থেকে তাদের দলের প্রতি বিশ্বাস ও নিজের প্রতি আস্থ তৈরী করতে হবে।
শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের প্রার্থী বাছাই প্রক্রিয়ায় এক কর্মী সমাবেশে মন্ত্রী এ কথা বলেন।
এসময় কর্মী সভায় পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, বোদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র অ্যাডভোকেট অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদ ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি প্রমূখ উপস্থিত ছিলেন।
জানা যায়, উপজেলার দশটি ইউনিয়নে ৭০ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার করার জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছেন স্থানিয় মনোনয়ন বোর্ডে।