ওয়াহেদপুর সমাজ কল্যান পরিষদের আয়োজনে অসহায় পরিবারের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নের “ওয়াহেদপুর সমাজ কল্যান পরিষদ”র আয়োজনে গরীব-অসহায় পরিবারের মধ্যে মাঝে সেলাই মেশিন,শাড়ি কাপড়, লুঙ্গী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রবিবার (২৩ এপ্রিল ২০২৩ খ্রিঃ) সকালে সংগঠনের সভাপতি মোঃ জামাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা -৪ দেবিদ্বার আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী হাজী রবিউল্লাহ মুন্সী, দেবিদ্বার প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক আলহাজ্ব মোঃ মামুনুর রশিদ,সিঙ্গাপুর প্রবাসী মহিউদ্দিন মফিজ,ওয়াহেদপুর আলিম মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ তাজুল ইসলাম,
সুবিল ইউনিয়ন (বিএনপি) সভাপতি মোঃ আতিকুর রহমান হিরন। কামরুজ্জামান জুয়েল, বিশিষ্ট সমাজসেবক কাজী মোঃ নুরুল ইসলাম, শ্রী রামানন্দ গিরি,ডাঃ হারুনুর রশীদ।
এসময় আরো উপস্থিত ছিলেন, ওয়াহেদপুর সমাজ কল্যাণ পরিষদের সিনিয়র সহ- সভাপতি মোঃ খাইরুল আমিন সরকার,সাধারণ সম্পাদক মো: ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক ডা:মো:আবদুল আউয়াল সরকার, হ-সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক নজিবুল ইসলাম সোহাগ,মোঃ মিজানুর রহমান প্রমুখ। উক্ত অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,সমাজ কল্যাণ সম্পাদক মো: আল আমিন খাঁন। উক্ত অনুষ্ঠানে অসহায় দরিদ্রদের ২৪ জনের মাঝে সেলাই মেশিন, ১১৭ জনের মাঝে নগদ অর্থ,৩৫ জনের মাঝে শাড়ি কাপড় ও ১০০জনের মাঝে লঙ্গী বিতরন করা হয়।
শান্ত/অননিউজ