টেক্স অধিভুক্ত সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ’র সেশনজট নিরসন ও দ্রæত পরিক্ষা নেওয়াসহ পাঁচ দফা দাবিতে পাবনায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে শিক্ষার্থীরা।
টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের আয়োজনে বুধবার দুপুরে পাবনা শহরের হামিদ রোড়ে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালন করে।
মানববন্ধন চলাকালে বক্তব্য দেন শিক্ষার্থী আল-আমিন, এস,কে রকিব, জাকারিয়া সরকারসহ অনেকে।
বক্তারা দ্রুত সময়ের মধ্যে পরীক্ষার রুটিন ও অন্যান্য কার্যসূচি প্রকাশ, পরীক্ষার ফি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে সামঞ্জস্য রেখে ২’শ থেকে ৩’শ টাকায় নিয়ে আসা, সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত করার পরপরই মার্কশিট প্রদানসহ পাঁচ দফ দাবী তুলে ধরে বক্তব্য দেন।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com