নোয়াখালী সদর উপজেলার পশ্চিম চর উরিয়া গ্রামে একটি বসত ঘরে অগ্নিকান্ডের ঘটনায় নূরুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। এতে দগ্ধ হয়েছে নিহতের ছেলে, ছেলের বউ ও বেয়াইন।
বৃহস্পতিবার ভোরে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম মৃত হাবিব উল্যাহর ছেলে। আহতরা হচ্ছেন নূরুল ইসলামের ছেলে মো. সেলিম, সেলিমের স্ত্রী মায়া বেগম ও নিহতের বেয়াইন শেফালী বেগম।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ভোরে সেহেরি খেয়ে ঘুমিয়ে পড়েন নূরুল ইসলামসহ তার পরিবারের সদস্যরা। ঘুমন্ত অবস্থায় ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ঘুমন্ত অবস্থায় নুরুল ইসলামের মৃত্যু হয়। এ সময় তার ছেলে সেলিম, ছেলের বউ মায়া বেগম ও বেয়াইন শেপালী বেগম অগ্নিদগ্ধ হন।
পরে তাদের উদ্ধার করে প্রথমে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে দগ্ধদের ঢাকায় স্থানান্তর করা হয়।
এ বিষয়ে সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিদগ্ধদের ঢাকায় রেফার্ড করা হয়েছে।
এফআর/অননিউজ