স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় সাড়ে চার কোটি টাকা ব্যয়ে সোনাগাজী উপজেলাধীন আই আর আই ডি পি- ৩ প্রকল্পের ছয়টি সড়ক উন্নয়ন কাজের সোমবার দুপুরে ভার্চুয়াল উদ্বোধন করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার, ফেনী -৩ (সোনাগাজী -দাগনভূঁইয়া) আসনের সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরী।
সড়ক গুলো হলো- ছলইয়া - গোফাট সড়ক উন্নয়ন, রিয়াজ উদ্দিন মুন্সীর হাট চর এলাহি ব্রিজ সড়ক উন্নয়ন, ছাড়াইত কান্দি দৌলত চৌধুরী দিঘী- মতিগঞ্জ সড়ক উন্নয়ন, ওলামা বাজার - গুচ্ছ গ্রাম সড়ক উন্নয়ন, সুলাখালী মুহুরী বাড়ী - ছাতু মিয়া সড়ক উন্নয়ন, পুরাতন সওদাগর হাট মাহমুদিয়া মসজিদ সড়ক।
এছাড়া একই সময় তিনি আমিরাবাদ ইউনিয়নের মধ্য আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত একটি নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার এ এম জহিরুল হায়াত, উপজেলা প্রকৌশলী মনির হোসেন খান, উপজেলা শিক্ষা অফিসার মো. ওয়াহিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইকবাল হাসান, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, সাংসদের পিআরও মো.ওমর ফারুক মোস্তাফিজ, আহমদপুর সমাজ পরিচালনা কমিটির সভাপতি মাওলানা জিয়াউল হক, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগ সদস্য দিদার চৌধুরী, সাবেক ৩ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন ভূঁইয়া, ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন চৌধুরী ও উপজেলা ছাত্রলীগ নেতা সাইমুন চৌধুরী সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আয়েশা আক্তার/অননিউজ24