অপহরণের পাঁচ দিন পর নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাইকারটেক এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে রাজিব মিয়া (৩৫) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ ডিসেম্বর) বেলা ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
রাজিব মিয়া নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লক্ষ্যারচর এলাকার মফিজুল ইসলামের ছেলে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, বন্দর উপজেলার লক্ষ্যারচর এলাকার মফিজুল ইসলামের ছেলে রাজিব মিয়া পেশায় একজন অটোচালক। গত সোমবার অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেনি।
এ ঘটনার পর দিন তাকে বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে বন্দর থানায় সাধারণ ডায়েরি করা হয়। আজ সকালে স্থানীয় তার গলাকাটা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নৌপুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।