নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা পরিষদে উপনির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শামসুল ইসলাম ভূঁইয়ার মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান।
গত ২২ জুলাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেনের মৃত্যু হলে পদটি শূন্য হয়। পরে ২ সেপ্টেম্বর চেয়ারম্যান পদে উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ৭ অক্টোবর সেখানে ভোট গ্রহণ হওয়ার কথা ছিল।
সোনারগাঁ উপজেলা পরিষদের উপ নির্বাচনে মনোনয়ন পত্র সংগ্রহ করে ছিলেন ৫ জন। তবে সোমবার বিকেল ৫টা পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী শামসুল ইসলাম ভুইয়া ছাড়া আর কেউ মনোনয়ন পত্র জমা দেননি।
উপজেলা পরিষদ উপ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান জানান, উপজেলা পরিষদের উপ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শামসুল ইসলাম ভুইয়ার মনোনয়ন পত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।
আহসানুজ্জামান সোহেল/অননিউজ24