সুভাষ বিশ্বাস, নীলফামারী।।
নীলফামারীর সৈয়দপুরে বাসের চাপায় পিষ্ট হয়ে ১ সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে আহত ১০ অন্তত যাত্রী। ঘটনাটি ঘটেছে (৩১ আগস্ট বৃহস্পতিবার) সকাল ৬টায় সৈয়দপুর রংপুর মহাসড়কের মতির মোড় এলাকায়।
যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে শামসুল (৪২) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। বাসটি নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে থাকা দোকানে ঢুকে গেলে আহত হয় বেশ কয়েকজন যাত্রী।
নিহত শামসুলের বাড়ি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের বাসটি দ্রত গতিতে আসছিলো। এই সময় সকালে জুট মিলে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলো সাইকেল আরোহী।সাইকেল আরোহী রাস্তা পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারায় বাস চালক। এ সময় বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই শামসুল মারা যান।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম জানিয়েছেন 'দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন। তবে ঘাতক বাস ও নিহতের মরদেহ এখন পুলিশ হেফাজতে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।