সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকায় যাওয়ার সময় ১৫ পিস ইয়াবাসহ মো. আব্দুর রাজ্জাক মিলন নামের এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও তার সহযোগীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়িন।
(৪ নভেম্বর শুক্রবার) রাত ৮টার সময় আটকের ঘটনা ঘটে।
আটককৃত আব্দুর রাজ্জাক মিলন কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
সৈয়দপুর বিমানবন্দর পুলিশ সূত্রে জানা যায়, রাত ৮টা ১০ মিনিটে আব্দুর রাজ্জাক ইউএস-বাংলা এয়ারলাইন্সে ঢাকা যাওয়ার কথা ছিল। বোর্ডিং পাস নেওয়ার সময় তার শরীর তল্লাশী করে শার্টের পকেটে ১৫টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।