র্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লার সদর দক্ষিণ থানাধীন সোনাইছড়ি শাহাপুর এলাকা থেকে ৫৪৭ বোতল ফেন্সিডিল ও ০৬ কেজি গাঁজাসহ একজন মহিলা মাদক ব্যবসায়ী গ্রেফতার।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল২৪অক্টোবর ২০২১ ইং তারিখ গভীর রাতেকুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার সোনাইছড়ি শাহাপুরএলাকায়বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে৫৪৭ বোতল ফেন্সিডিল ও ০৬ কেজি গাঁজাসহএকজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীহলোঃ কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার সোনাইছড়ি শাহাপুর গ্রামের মৃত আঃ হাকিম @ হুচু মিয়ার মেয়ে এবং ফুল মিয়ার স্ত্রী জোসনা আক্তার (৩৬)।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণথানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।