ফেনীর সোনাগাজী পৌরসভার ৯নং ওয়ার্ডের চরগণেশ গ্রামের হালিম ডাক্তার পুলের গোড়া নামক স্থানে রোববার গভীর রাতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ভস্মীভূত হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস অফিস, পুলিশ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি চলে যান। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে আবুল বশরের মুদি দোকানে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে আবুল বশরের মুদি, আবুল কালামের মুদি, মো.মিস্টারের লাকড়ি, আবু বক্কর ছিদ্দিকের চা ও মো. মানিকের চা দোকান মালামাল সহ পুড়ে ছাই হয়ে যায়।
সোনাগাজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার জামিল আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি সুদ্বীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ, এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের লোকজন প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এফআর/অননিউজ