ফেনীর সোনাগাজীতে মনোরঞ্জন দাস (২৫) নামে এক অটোরিকশা চালককে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামের কলাবগান রাখাল ডাক্তার বাড়ির জোবেন্দ্র দাসের ছেলে।
রাত নয়টার দিকে উপজেলার ছোট ফেনী নদীর সাহবের ঘাট ব্রিজের পশ্চিম পাশের বিএডিসি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে দুই কন্যা ও দুই পুত্র সন্তানের জনক। পুলিশ ও নিহতের পরিবার জানায়, রোববার রাত আটটার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা সোনাগাজী পৌর শহর থেকে ব্যাটারি চালিত অটোরিকশাটি ছোট ফেনী নদীর সাহেবের ঘাট ব্রিজের ওপর যাওয়ার কথা বলে ভাড়া করে। সেখানে ব্রিজ পার হয়ে রিকশাটি ছিনতাইয়ের চেষ্টা চালায় তারা।
চালক বাধা দিলে তাকে ধারালে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে অটোরিকশা সহ খালের পাশে রেখে যায়। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠায়। তার ভাই রাখাল চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাত দুর্বৃত্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তিনি জানান দুই মাস পূর্বে একটি এনজিও থেকে ঋণ নিয়ে মনোরঞ্জন রিকশাটি কিনেছিলেন। রোববার সন্ধ্যায় বাড়ি থেকে রিকশাটি নিয়ে বের হয়েছিলেন। সোনাগাজী মডেল থানার ওসি সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।