ফেনীর সোনাগাজীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে অবরোধের সমর্থনে সাবেক উপজেলা বিএনপি, কৃষক দলসহ সহযোগী সংগঠনের উদ্যোগে সোনাগাজী পৌর শহরে রোববার সকালে বিক্ষোভ মিছিল করা হয়েছে।
মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ফেনী জেলা বিএনপির সদস্য জয়নাল আবেদীন বাবলু, ফেনী জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জেলা বিএনপির সদস্য মোহাম্মদ শামছুদ্দিন খোকন চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম চেয়ারম্যান, বিএনপির নেতা মোজাম্মেল হোসেন মাসুদ, যুবদল নেতা আব্দুল হালিম, বিএনপির নেতা আলী মেম্বার, বিএনপি নেতা বখতিযার চৌধুরী, উপজেলা কৃষক দল নেতা নুর করিম, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আমির হোসেন দুলাল, উপজেলা সেচ্ছাসেবক দল নেতা আবু সাঈদ সেলিম, উপজেলা সেচ্ছাসেবক দল নেতা জসিম উদ্দিন, উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, বিএনপি নেতা কামরুল ইসলাম রাসেল পাটোয়ারী ও উপজেলা যুবদলের।
সদস্য নুরুল হক গবি প্রমূখ। এসময় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ