সোনাগাজীতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ছয় যুবকের কারাদণ্ড
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ছয় যুবকের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমান আদালতের বিচারক, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান এ দণ্ডাদেশ দেন। দণ্ডিতরা হলেন-পটুয়াখালী জেলার লস্কারপুর কলাপাড়া গ্রামের আলমগীর ফরায়েজির ছেলে মোহাম্মদ ইমরানের দুই মাস, আবু সালেক হাওলাদারের ছেলে রাকিবুল ইসলামের দুই মাস, নোয়াখালী জেলার কবির হাট থানার রামেশপুর গ্রামের বেলায়েত হোসেনের ছেলে সাইফুল ইসলামের দুই মাস, নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার কেন্দ্রপাড়া গ্রামের দেওয়ান আবদুল আলীর ছেলে দেওয়ান দেলোয়ারের দুই মাস, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের সেকান্তর মিয়ার ছেলে মোহাম্মদ রবিনের দুই মাস ও লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার জমিদার হাট গ্রামের মোহাম্মদ সেলিমের ছেলে মোহাম্মদ সজিবের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড। পুলিশ ও ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, একটি প্রভাবশালী সিণ্ডিকেট দীর্ঘদিন ধরে ছোট ফেনী নদীর চরদরবেশ ইউনিয়নের পশ্চিম চরদরবেশ গ্রামের অংশে অবৈধভাবে বালি উত্তোলন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্ত কামরুল হাসান ও সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনার নেতৃত্বে সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যরা অভিযান চালায়। এ সময় ড্রেজার মেশিনটি নষ্ট করে দেয়া হয় এবং ঘটনাস্থল থেকে উল্লেখিতদেরকে আটক করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের পশ্চিম চরদরবেশ গ্রামের ছোট ফেনী নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে নদীর তীর ক্ষতিগ্রস্ত করায় এবং এর ফলে নদী তীরে ভাঙনের সৃষ্টি করায় উল্লেখিত ব্যক্তিদের “বালুমহাল ও মাটি ব্যবস্থা আইন, ২০১০” এর অধীনে বিভিন্ন মেয়াদে দন্ড প্রদান করা হয়েছে। সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন বলেন, দণ্ডিতদের কারাগারে পাঠানো হয়েছে।