সোনাগাজীতে অস্ত্রসহ এক যুবক গ্রেফতার

জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে আগ্নেয়াস্ত্র সহ মিজানুর রহমান (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে যৌথবাহিনীর সদস্যরা। তিনি চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামের লণ্ডনী পাড়া গ্রামের মৃত আবদুল হালিম মেম্বারের ছেলে। রোববার (২০ এপ্রিল) এপ্রিল রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় ফেনী সদর থানায় দায়েরকৃত বিস্ফোরক আইনের একটি মামলার আসামি মিজানুর রহমানের বসত ঘর তল্লাশী করেন যৌথবাহিনীর সদস্যরা। তাকে জিজ্ঞাসাবাদে তার দেখানো ও সনাক্তমতে তার দ্বীতলা বসত বিল্ডিংয়ের নিচ তলায় অবস্থিত তার শয়ন কক্ষের পূর্ব পাশের বেলকনি হতে নীল রংয়ের শপিং ব্যাগ মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরী পাইপ গান এবং একটি নীল রংয়ের তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ ঘটনায় এসআই সাইদ মিয়া বাদি হয়ে মিজানুর রহমানকে আসামি করে মামলা দায়ের করেছেন। সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন তাকে গ্রেফতার ও অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জাবেদ হোসাইন মামুন

আরো দেখুনঃ