সোনাগাজীতে অস্ত্র সহ যুবক গ্রেফতার
জাবেদ হোসাইন মামুন, সোনাগাজী (ফেনী) প্রতিনিথি,

ফেনীর সোনাগাজীতে আগ্নেয়াস্ত্র সহ ইব্রাহীম খলিল সোহাগ (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের চর গোপাল গাঁও গ্রামের নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় একটি দেশীয় তৈরি পাইপগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সে ওই গ্রামের চেরু পন্ডিত বাড়ির মৃত কামাল উদ্দিনের ছেলে। সোনাগাজী মডেল থানার ওসি মো. বায়েজীদ আকন তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে এবং অস্ত্র আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।