সোনাগাজী, ফেনী প্রতিনিধি।।
ফেনীর সোনাগাজীতে বৃহস্পতিবার ভোরে একটি দেশীয় তৈরী এলজি সহ মো. রাসেল (৩৬) নামে এক যুবককে গ্রেফতার করেছ পুলিশ।
চরচান্দিয়া ইউনিয়নের সওদাগরহাটস্থ পশ্চিম চরচান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সোনাগাজী-কোম্পানীগঞ্জ সড়কের ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়। সে পশ্চিম চরচচান্দিয়া গ্রামের মফিজুল হক সরকারের ছেলে।
পুলিশ জানায়, আদর্শগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আমির হোসেনের নেতৃত্বে পুলিশদল প্রতিদিনের ন্যায় উক্তস্থানে চেকপোস্ট বসায়। রাসেল পায়ে হেঁটে সোনাগাজী থেকে কোম্পানীগঞ্জ উপজেলার দিকে যাচ্ছিলেন। তার গতিবিধি সন্দেহ হলে পুলিশ তার দেহ তল্লাশী করে একটি দেশীয় তৈরী এলজি উদ্ধার করে। এ ঘটনায় এসআই আবদুল মান্নান বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছেন।
সোনাগাজী মডেল থানার ওসি মো. ইমাম হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এফআর/অননিউজ